ইসলাম নগরে দূধর্ষ ডাকাতি হওয়া বিষয়ে মোঃ ফজল হকের ছেলে ব্যবসায়ী মোঃরিদয় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করতে গেলে ডিউটি অফিসার অভিযোগ গ্রহণ করেনি,বরং ইনফর্মা শাকিল পিতা-মামুন সফিক পিতা-জসিম,জনি,জহিরুল ইসলাম ওরফে মহাসিন,মাসুদ পিতা-দেলোয়ার ওরফে দেলু, ইনফর্মা শাকিল বাহিনীর পক্ষ নিয়ে থানা পুলিশ ডাকাতি হওয়া অসহায় পরিবার কে হয়রানি করছে, জানায় ভূক্তভুগি পরিবারের সদস্যগন,ইনফর্মা শাকিল ওরফে সোর্স শাকিল হিসেবে পরিচিত, পুলিশের নাম ভাংগিয়ে প্রকাশে দিনে ডাকাতি, ছিনতাই,রাহাজানি করে চলছে এতে পুলিশের নাম ক্ষুন্ন হচ্ছে বলে ধারনা করছে শুশীল সমাজের জন সাধারণ,এ ব্যাপারে জেলা পুলিশ সুপার, ডি,বি পুলিশ, রেব এট হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী