নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন ১৪৭টি মোবাইল ফোন সেটসহ চোরাকারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতার চোরাকারবারি চক্রের সদস্যরা হলেন- মো. তাইজুল ইসলাম (২৩), মো. ইয়াসিন (২১), মো. জাকির (২৭), মো. মামুন (৩৩), মো. আসিফ (২৫), মো. ফারুক হোসাইন (৪০) ও শাহ্পরান শুভ (২৫)।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিটিআরসির অনুমোদনবিহীন মোবাইল সেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মজুদ, সরবরাহ ও বিক্রি করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ফরিদ উদ্দিন।