প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জ মিজমিজিতে স্ত্রী হত্যা-স্বামী গ্রেফতার।।
সিদ্ধিরগঞ্জ মিজমিজিতে স্ত্রী হত্যা-স্বামী গ্রেফতার।।
সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি হতে স্ত্রী নূপুর আক্তার (২৬) কে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে স্বামী রবিউল ইসলাম বাবু। পরে পরিবার ও স্থানীয়’রা হত্যাকারী স্বামী’কে আটক করে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের হাতে তুলে দেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় ঘটে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ওয়াসিম জানান, স্থানীয়দের বরাতে জানতে পারি ভিকটিমকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন। এরপর স্থানীয়রা নূপুরের স্বামীকে আটক করে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং রবিউল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্বামীকে জিজ্ঞাসাবাসের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, নিহত নুপুর বরিশালের শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় ভাড়া থাকতেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.