প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর ছাত্রী অপহরন মামলা- নারায়ণগঞ্জ থেকে অপহরন চক্রের মূলহোতা গ্রেফতার করে র্যাব-১১
৯ম শ্রেনীর ছাত্রী অপহরন মামলায় অপহরন চক্রের মূলহোতা গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম ৯ম শ্রেনীর ছাএী উদ্ধার এবং অপহরণকারী মূলহোতা র্যাব-১১,সিপিএসসি,,আদমজীনগর, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার।
গত ১৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চৌরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণ কারী চক্রের মূলহোতা এজাহার নামীয় ০১নং আসামী মো: সুজন আহমেদ (২২),পিতা-মৃত শাহ আলম,থানা - রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ আসামীকে গ্রেফতার এবং ভিকটিমকে (১৪)কে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানাযায়, ভিকটিম (১৪) ৯ম শ্রেনীর ছাএী।
ভিকটিম স্কুলে আসা যাওয়া পথে গ্রেফতার কৃত আসামী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দেয়সহ উত্যক্ত করে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২০/১২/২০২২ ইং তারিখ সকালে ভিকটিম তার বাড়ি হতে স্কুলে যাবার পথে গ্রেফতারকৃত আসামী এবং অন্যান্য আসামীদের সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে অঙ্গাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নং-৩,তারিখ-০২/০১/২০২৩খ্রি: নারী ও শিশু নিযাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে। অপহরণ কারী আসামী ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল।
Daliya
র্যাব-১১,গোয়েন্দা টিম এ ব্যাপারে তদন্ত করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.