নগর সংবাদ।।সিরাজগঞ্জের সলঙ্গায় বড় ভাইয়ের ইটের আঘাতে বাবলু মিয়ার (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাবলু মিয়া ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, বড় ভাই আব্দুল মজিদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো বাবলু মিয়ার। এর জেরে শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করবেন।