প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২২, ১:৫২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার দুটি ইউনিয়নে নৌকা প্রতীক বিজয়ী
নগর সংবাদ।।সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার দুটি ইউনিয়নেই নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন উপজেলা বারুহাস ইউনিয়নে মো. ময়নুল হক ও মাধাইনগর ইউনিয়নে হাবিলুর রহমান হাবিব।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ উপজেলা নির্বাচন অফিসার উজ্জল কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, বারুহাস ইউনিয়নে নৌকা প্রতীকে মো. ময়নুল হক ৭ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিএসসি আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২২৬ ভোট।
অপরদিকে, মাধাইনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাবিলুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৪ হাজার ৭৬ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫১ ভোট।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.