সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যার পর উল্লাপাড়া পৌর এলাকার সরকারি আকবর আলী কলেজের পেছনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সুত্রধর জানান, সোমবার সন্ধ্যায় একটি মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।