চৌহালী সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ শরিফ খানকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার আবু মুসাকে সদস্য সচিব করা হয়েছে। এর আগে শনিবার বিকেলের দিকে সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্মআহ্বায়ক খাজা ময়েন উদ্দিন ও সদস্য সচিব সিরাজুল আলম সরকার সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়ারও ১২জনকে যুগ্মআহ্বায়ক ও ১৭ জনকে সদস্য নির্বাচিত করা হয়। এসময় সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রবিউল করিম ও যুগ্মআহ্বায়ক তরফদার মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ।