প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ
সিলেটে বসত ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগর সংবাদ।।সিলেটে বসত ঘর থেকে আব্দুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, সকাল ১১টার দিকে নিহতের প্রতিবেশী হাসানুর রহমান জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে জানান, প্রতিবেশী আব্দুর রশিদের মরদেহ বসত ঘরের দু’তলায় ওঠার সিঁড়ির চলাচলের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর প্রেক্ষিতে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা পুলিশকে জানান, আব্দুর রশিদ বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তবে কি কারণে মারা গেলেন, তা কেউ বলতে পারছেন না।
বর্তমানে নিহতের মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.