নগর সংবাদ।।সীতাকুণ্ড থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে লাকি আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, সীতাকুণ্ড পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড থেকে লাকি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। লাকি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।