শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:৩১
শিরোনামঃ
Logo জুলাইয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালাতে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে -পুলিশ ও আধাসামরিক বাহিনী আক্রমণাত্মক ভূমিকায়,(ওএইচসিএইচআর) Logo নোয়াখালীর সুবর্ণচরে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৫ লাখ টাকা জরিমানা  Logo দিনাজপুরে নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত,কিশোরকে আটক Logo দেড় কোটি টাকার সম্পদ গোপন রাখার অপরাধে ডিবির এসআইকে কারাদণ্ড Logo মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত Logo অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযান-একদিনে ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। Logo নারায়ণগঞ্জের জামতলায় চলছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ৪ দিনব্যাপী বসন্ত মেলা Logo শেখ হাসিনা সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে, যার নমুনা আয়নাঘর-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। Logo ভুয়া নাগরিক সনদ তৈরির অপরাধে ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড Logo অন্তর্বর্তী সরকারের ছয় মাসে অর্থনীতিতে সফলতা নেই-ড. মুস্তফা কে মুজেরী

সুন্দরবনে গোলপাতা আহরণের মৌসুম শুরু কাল

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৭, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
  • ৯৯ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

 

 

সুন্দরবনে গোলপাতা আহরণের মৌসুম শুরু কাল

মেহেদী হাসান নয়ন, বাগেরহাট ।। শীতের তীব্রতা বেশি থাকলেও সব ধরণের প্রস্তুতি নিয়েই আগামীকাল রোববার (২৮ জানুয়ারি) গোলপাতা সংগ্রহের জন্য বনে রওনা হবেন মোংলার দক্ষিণ চরের বাসিন্দা বাওয়ালি মোজাম্মেল হাওলাদার। দীর্ঘ ১৩ বছর ধরেই সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তিনি। বনবিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে গোলপাতা আহরণে আগামীকালই বনের অভ্যন্তরে যাবেন বাওয়ালীরা। এ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন অফিসার শেখ মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালীদের অনুমতিপত্র দেওয়া হবে। এরপর উপকূলের বাওয়ালীরা বনের প্রবেশ করবেন। মোংলার জয়মনি এলাকার বাওয়ালিরা বলেন, প্রতিবছর গোলপাতা আহরণের আগে নৌকা মেরামত করা লাগে। গোলপাতা আগের মত এখন আর চলে না। ভালো দামও পাওয়া যায় না। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতেও কষ্ট হয়। গোলপাতা আহরণের নৌকাগুলি অন্য কোনো কাজে ব্যবহার না হওয়ার কারণে গোলপাতার মৌসুম শেষ হলে নৌকাগুলি নদীর চরে ফেলে রাখতে হয়।

মোংলার গোলপাতা ব্যবসায়ী লিটন বলেন, বর্তমানে গোলপাতা মানুষের কাছে আগের মতো চাহিদা না থাকায় বিক্রি কমে গেছে। যার কারণে অনেকের আড়তে গতবারের পুরনো গোলপাতা এখনো রয়ে গেছে । সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন অফিসার শেখ মো. আনিসুর রহমান বলেন, সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জে দুটি গোলপাতার কূপ রয়েছে। একটি হলো শ্যালা গোলপাতা কূপ অপরটি চাঁদপাই গোলপাতা কূপ। বাওয়ালিরা সুন্দরবনে যাতে নির্বিঘ্নে গোলপাতা কাটতে পারে তার জন্য বনবিভাগ থেকে যেমন নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা তেমনি এ গোলপাতা আহরণে রয়েছে শর্তও। গোলপাতা আহরণের সময় বনের অন্য কোনো ধরনের গাছপালা কাটা যাবে না। কোনো বাওয়ালী যদি গোলপাতার পাশাপাশি অন্য প্রজাতির গাছ কাটেন কিংবা বনের ক্ষতি করেন তাহলে তাদের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

শেখ মো. আনিসুর রহমান জানান, ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া গোলপাতা আহরণ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ মৌসুমে শ্যালা ও চাঁদপাই কূপ থেকে ৭ হাজার মেট্রিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তিনি আরও বলেন, এবার মৌসুমে প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে ভ্যাট ব্যতিত রাজস্ব নেওয়া হচ্ছে ৬০টাকা। তবে দিনদিন গোলপাতার ব্যবহার কমে আসায় কূপ থেকে গোলপাতা আহরণের পরিমাণ কমে আসছে। আগে যেখানে ১৫০-২০০ নৌকা হতো সে তুলনায় এবার প্রচুর কম নৌকা গোলপাতা আহরণে যাচ্ছে। নৌকার সংখ্যা কমে যাওয়ায় বাওয়ালীর সংখ্যাও কমে গেছে। এবারও লক্ষ্যমাত্রার তুলনায় কম গোলপাতা আহরণ হবে বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell