প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৮:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ
সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধ সম্পর্কের দায়ে এক মাদ্রাসা সুপার ও এক গৃহবধূকে আটক করে কোর্টে প্রেরণ করেছে চরজব্বার থানা পুলিশ।
মঙ্গলবার সকালে ২নং চরবাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, স্থানীয় মোহাম্মদীয়া মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সুপার ও বায়তুন্নুর জামে মসজিদের ইমাম এইচ. এম. মোতালেব (২৭) এবং চর মজিদ গ্রামের দিদার উদ্দিনের স্ত্রী হালিমা খাতুন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসায় বাচ্চাকে প্রাইভেট পড়ানোর সুবাধে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। পরে এলাকাবাসী তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখে আটক করে চর জব্বর থানায় পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা দু’জনই সম্পর্কের বিষয়টি স্বীকার করে। অভিযুক্ত মোতালেব বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে মোতালেব কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। ২নং চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোতালেব জামাতের সাথে যুক্ত না বলে জানান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.