সুবর্ণচরে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় চরবাটা খাসের হাট হাইস্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাশকুরুর রহমান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত রাউন্ডে বিতর্কের বিষয় ছিল “দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা”। উভয় পক্ষ যুক্তি তুলে ধরে প্রাণবন্ত বিতর্ক উপহার দেন।
বিচারকদের নম্বর ও সিদ্ধান্ত অনুযায়ী শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে ক্রেস্ট, এবং পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে তাঁদের বিশ্বাস।