প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
সুবর্ণচরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ অর্থ ও মোবাইল ছিনতাই এর ঘটনায় হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
সুবর্ণচরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ অর্থ ও মোবাইল ছিনতাই এর ঘটনায় হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর আহত করে নগদ টাকা ছিনিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিকে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের পরিস্কার বাজার প্রধান সড়কের ওপর ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মোমিন উল্যাহ, আহত ইউসুফের ভাই করিম, সালমান আরেফিনসহ এলাকাবাসী।
বক্তারা বিকাশ ব্যবসায়ী ইউসুফের হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ী ইউসুফ দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িয়ে কুপিয়ে জখম করে এবং তার সাথে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে গুরত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ পাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহতের বাবা আব্দুর রহিম বাদী হয়ে পশ্চিম চরজব্বর গ্রামের আলা উদ্দিনের পুত্র আলমগীর হোসেন, আবু তাহেরের পুত্র সোহেল (২০), মোঃ মোসলেহ উদ্দিনের পুত্র জহির ওরপে ফয়সাল (২০), ইব্রাহিমের পুত্র সোহেল (১৯), শাহজাহানের পুত্র বিক্রম রাহাত (২০)সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে চরজব্বার থানায় লিখিত এজাহার দায়ের করেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.