সোমবার ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯:১৭
শিরোনামঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা-মুখ খোলেনি মন্ত্রণালয় আজ আমার দেওয়ান আলেপ চানঁ শাহ্’র ওরশ”সকলে আমন্ত্রিত । ফতুল্লায় গাছ কেটে বালি ভরাট করে জমি দখলের চেষ্টা! থানায় অভিযোগ !! চৌহালীতে গ্রামীণ অবকাঠামো টিনশেড ঘর উদ্বোধন ও পোনা মাছ অবমুক্ত করণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম উৎসব পালন করেন আটাপাড়া পল্লী বাসিবৃন্দ। খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মর্যাদা রক্ষা করা শ্রীকৃষ্ণের অন্যতম একটি শিক্ষা-ব্যারিস্টার রুমিন ফারহানা ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই রূপগঞ্জে কিশোরগ্যাং দৌরাত্ম্যুরোধে বিক্ষোভ মিছিল করে এলাকা বাসী। ৭৯ তম স্বাধীনতা দিবস, উদযাপন করলেন বি. সি .ডি. এ বরানগর জোন।

সেপ্টেম্বরেই প্রকাশ হবে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত’র আত্মজীবনী ‘রবি পথ’

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
  • ১৭৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

সেপ্টেম্বরেই প্রকাশ হবে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত’র আত্মজীবনী ‘রবি পথ’

কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নির্মাণ- চলেছে একসঙ্গে।

বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেও শিল্প-সংস্কৃতি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। বরং অভিনয়ের জন্য ছেড়েছেন লোভনীয় সব চাকরি।

 

শিল্পীর জীবনের এই শৈল্পিক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পগুলো এবার তুলে ধরা হয়েছে একটি মলাটে। সম্প্রতি আবুল হায়াত নিজের আত্মজীবনী গ্রন্থ লেখার কাজ শেষ করেছেন। নাম দিয়েছেন ‘রবি পথ’।

বরেণ্য এই অভিনেতা জানান, তার ডাকনাম রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে অভিনেতার বাবা আদর করে তাকে রবি ডাকতেন। সেখান থেকেই বইয়ের নাম ‘রবি পথ’ রেখেছেন। যে গ্রন্থের মাধ্যমে আবুল হায়াত জানাবেন শৈশবের রবি থেকে আজকের আবুল হায়াতের পুরোটা পথ। ইতিমধ্যেই লেখার কাজ শেষ। চলছে প্রচ্ছদ অলংকরণ। আর সেটির দায়িত্ব নিয়েছেন অভিনেতার মেয়ে অভিনেত্রী ও চিত্রকর বিপাশা হায়াত।

আবুল হায়াত জানান, বইটি লিখতে টানা ১০ বছর সময় নিয়েছেন তিনি। যদিও বইটি হবে বড়জোর ৩শ পৃষ্ঠার। প্রকাশ করবে সুবর্ণ প্রকাশনী।

এতটা সময় লাগার কারণ হিসেবে অভিনেতা বলেন, আমি আসলে খুবই অলস প্রকৃতির লোক। একটু লিখি, আবার ফেলে রাখি। দেখা গেল, কোনো দিন এক চ্যাপ্টার লিখেছি, কোনো দিন এক পৃষ্ঠা, তারপর বহুদিন লিখিইনি। মূলত বড় মেয়ে বিপাশার চাপে লেখাটা শেষ করতে হয়েছে। কারণ, কিছুদিন পর পর ওর তাগাদা আর নিতে পারছিলাম না। এরমধ্যে ছোট মেয়ে নাতাশা প্রকাশনীও ঠিক করে রেখেছে। বলা যায়, ওদের দুজনের চাপে পড়েই লেখাটা ১০ বছরের মাথায় শেষ করতে পারলাম।

এই অভিনেতা জানান, তার দুই মেয়ের ইচ্ছে ছিল আগামী ৭ সেপ্টেম্বর অভিনেতার ৮০তম জন্মদিন উপলক্ষে বইটি প্রকাশ করবেন। কিন্তু সেটি সম্ভব না হলেও, সেপ্টেম্বরেই প্রকাশ হবে ‘রবি পথ’।

আত্মজীবনীতে কী থাকছে এমন প্রশ্নের জবাবে আবুল হায়াত বলেন, জন্ম থেকে এই পর্যন্ত যেগুলো আমার মনে হয়েছে বলা দরকার, সেগুলোই লিখেছি। আসলে লিখতে গেলে বোঝা যায়, কোনটা লেখা দরকার, আবার অনেক কিছু মনে হয়- না লিখলেই ভালো। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে এতে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell