প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ২:০৩ পূর্বাহ্ণ
সেপ্টেম্বর মাসে ঢাকাসহ বিভিন্ন জেলার ৫০টি মাজারে হামলা হয়েছে। এসব হামলায় ১ জন নিহত ও ৪৩ জন আহত হলেও কাউকে গ্রেফতার করা হয়নি-(এমএসএফ) প্রতিবেদন
সেপ্টেম্বর মাসে ঢাকাসহ বিভিন্ন জেলার ৫০টি মাজারে হামলা হয়েছে। এসব হামলায় ১ জন নিহত ও ৪৩ জন আহত হলেও কাউকে গ্রেফতার করা হয়নি-(এমএসএফ) প্রতিবেদন
ঢাকা প্রতিনিধি।।
চলতি সেপ্টেম্বর মাসে ঢাকাসহ বিভিন্ন জেলার ৫০টি মাজারে হামলা হয়েছে। এসব হামলায় ১ জন নিহত ও ৪৩ জন আহত হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এমএসএফ প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৫৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৪৪ জন। আগস্ট মাসে নারী ও শিশু সহিংসতার ঘটনা ঘটেছে ১৩৮টি। সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২০৮টিতে।
সেপ্টেম্বর মাসে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ১০টি যেখানে ২৬টি বাড়ি ভাঙচুর হয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.