প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৩, ১:১৫ পূর্বাহ্ণ
সেবা মূলক কাজের স্বীকৃতি সন্মাননা গ্রহণে মোঃ শফিকুল ইসলাম আরজু
সেবা মূলক কাজের স্বীকৃতি সন্মাননা গ্রহণে মোঃ শফিকুল ইসলাম আরজু নিজস্ব সংবাদদাতাঃ
শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “খোকা খুকুর আসর" এর উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, দুঃস্থ শিল্পীর চিকিৎসার্থে অনুদান প্রদান ও শিশুদের সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারী শনিবার ৩টায় নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়ার ডাকবাংলো মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক বাংলাদেশ ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটি'র সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুব লীগের সভাপতি মীর সোহেল আলী। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ ও টিভি চ্যানেল News 24 এর নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিনিধি দীলিপ কুমার মন্ডল, জনপ্রিয় নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল, রং মেলা নারী কল্যাণ সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা। সভাপতিত্ব করেন পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খোকা খুকুর আসরের উপদেষ্টা ব্রোজেন্দ্রনাথ সরকার। সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেসুর রহমান তোতা। আলোচনা শেষে সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা পালন করায় সংগঠনের পক্ষে সামাজিক স্বকৃীতি স্বরূপ গুণীজন সন্মাননা পদক প্রদান করা হয়। এরসময় অতিথিদের হাত থেকে সন্মাননা পদক গ্রহণ করেন লেখক , সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু। মোঃ শফিকুল ইসলাম আরজু তিনি দৈনিক আমার সময় পএিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা'র নির্বাহী সম্পাদক, পাক্ষিক তথ্য পএ পত্রিকার প্রধান সম্পাদক, সাহিত্য কাগজ কাব্য ছন্দ এর প্রকাশক ও সম্পাদক। সাহিত্য সংগঠন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর যুগ্ম আহবায়ক ও কবিয়াল ফাউন্ডেশন এর সহ সভাপতি এ ছাড়াও মানবাধিকার সংগঠন হিউম্যান রিসোর্স এন্ড হেলথ্ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি পদে দ্বায়িত্বে থেকে দেশ ও জনকল্যাণমূখী সেবা মূলক কাজ করে চলছেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.