নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ী হত্যায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কাঁচপুরের কবির হোসেনের ছেলে আবুল কাশেম, চেঙ্গাইন খালপাড় এলাকার ইসমত আলীর ছেলে ইব্রাহীম, একই এলাকার আক্তার হোসেনের ছেলে সেলিম, কাঁচপুরের মান্নানের ছেলে মোজাফফর ও রূপগঞ্জের বরাব রসুলপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে মো. আলী মিয়া।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ফোন-ফ্যাক্সের ব্যবসা করতেন জয়নাল আবেদীন জনি। দোকান দেওয়ার পর থেকেই আসামিরা তাকে নানা সময় ভয়ভীতি দেখাতেন।
২০০৯ সালের ১৫ জুন আসামিরা দোকান থেকে জনিকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন। পরদিন কানাডলার চক মালেকার ভিটা থেকে জনির মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় জনির বাবা হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।