প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ
সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার
সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার
মো: মাসুদ রানা, স্টাফ রিপোর্টার নীলফামারীর সৈয়দপুরে সুন্দরবন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের অফিস থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) বিকেলে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত। এসময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম উপস্থিত ছিলেন। তাঁরা জানান, শনিবার (২ মার্চ) দিবাগত রাত অনুমান ১০ টায় সৈয়দপুর পৌরসভাধীন শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে। এসময় সেখানে ৪ টি লোহার তৈরী রোলারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ছিল ফেন্সিডিলগুলো। জব্দ ৩৫২ বোতল ফেন্সিডিলের মূল্য অনুমান ৮ লাখ ৮০ হাজার টাকা। এঘটনায় সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। উক্ত ব্যক্তিকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে। এসআই (নিঃ) মো. আহসান হাবিব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। মামলা নং-০৪
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.