মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারীর পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে সৈয়দপুর কামারপুকুর নামক স্থানে মহাসড়কে যানবাহনে তল্লাশি কালে কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আহসান এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস তল্লাশি করে ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার নিয়াপাড়া গ্রামের মোঃ আব্দুল বারেকের পুত্র মোঃ ওমর আলী (২৪) কে ৪(চার) কেজি গাঁজা এবং কুমিল্লা সদর থানার উত্তর দুর্গাপুর গ্রামের ইউনুস আলীর পুত্র মোঃ সুজন ওরফে সোহেল(২৫) কে ০৪ (চার) কেজি গাজা সহ আটক করে পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম সৈয়দপুর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।