মোঃ মাসুদ রানা স্টাফ, রিপোর্টার
নীলফামারীর জেলার সৈয়দপুর শহরের ১১ নং ওয়ার্ড নতুন বাজার মহল্লার ও সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের পায়েল সুজ এর স্বত্বাধিকারী মো. আকতার হোসেন (৬১) নামের এক জুতা ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। গত শনিবার ৬মে সকাল ১০ টা ৩০ মিনিটে সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড মুন্সিপাড়া পশ্চিম এলাকা থেকে প্লাজার জুতা ব্যবসায়ী আকতার হোসেন নিখোঁজ হলে তার স্ত্রী মোছাঃ শাবানা বেগম নিজে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ঘটনার দিন তার স্বামী আকতার হোসেন, সৈয়দপুর প্লাজার নিজস্ব প্রতিষ্ঠান পায়েল সুজ হতে কাউকে কিছু না বলে কোথায় চলে যান। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করার পরও সন্ধান না পেলে শাবানা বেগম সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। নিখোঁজ আকতার হোসেনের বয়স ৬১ বছর,কালো চুল,সাদা ছোট দাড়ি,গায়ের রং শ্যামলা,তার পরনে ছিলো ব্লু রংয়ের হাফ শার্ট ও কালো প্যান্ট।