রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:৫৬
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার কুমিল্লায় বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ

সোনাইমুড়ী উপজেলায় বাসে যাত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল,দুই অভিযুক্তকে গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
  • ৫৬ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় লাল সবুজ পরিবহনের একটি বাসে মো. তরিকুল ইসলাম (৩১) নামে এক যাত্রীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন— সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩) এবং একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাবীব উল্যাহ দরবেশ বাড়ির মো. মকবুল আহমদের ছেলে জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।  

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ জুলাই) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

মারধরের শিকার তরিকুল ইসলাম ময়মনসিংহ জেলার টাংগাব ইউনিয়নের ভরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ জুলাই) ঢাকা থেকে নোয়াখালীর মাইজদীর উদ্দেশে রওনা হয় লাল সবুজ পরিবহনের একটি বাস। যাত্রাপথে বাসটি সোনাইমুড়ীর বাইপাস এলাকার লাল সবুজ বাস কাউন্টারের সামনে পৌঁছলে আরিফ, হৃদয় ও তাদের সহযোগীরা বাসটি থামিয়ে মুখে মাস্ক পরে বাসে উঠে পড়েন। এরপর হেলমেট দিয়ে যাত্রী তরিকুল ইসলামকে বেধড়ক মারধর করেন এবং তার সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেন। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী তরিকুল ইসলাম সোনাইমুড়ী থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, সোনাইমুড়ীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেলের এক অনুসারী সবুজের চেহারার সঙ্গে বাসযাত্রী তরিকুলের চেহারার মিল থাকায় ভুলবশত তাকে সবুজ মনে করে মারধর করে আরিফ ও তার সহযোগীরা।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের সময় আসামিদের পায়ে পরিহিত চকলেট রঙের লোফার জুতা ও হাতে থাকা হেলমেট জব্দ করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell