সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানি মূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের সংবাদ সম্মেলন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানি মূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে এলাকার পঞ্চায়েত কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন করে সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দাদের পক্ষে কথা বলেন পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রধান।
তিনি বলেন, নাজিরপুর গ্রামের বাসিন্দা মরহুম সেরাজ উদ্দিনের ছেলে প্রতারক, মামলাবাজ, সুদখোর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাকির হোসেন (৫২) ও তার পরিবার সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করার পায়তারা করছে। গত এক বছর পূর্বে আমাদের সমাজের আরেক বাসিন্দা আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে আনিত ধর্ষণ চেষ্টায় মামলা (মামলা নং ২৯ (০৩)২০২৫) করে যা সম্পূর্ণ সাজানো ও মিথ্যা তথ্যের ভিত্তিতে করা হয়েছে। প্রবাসী ভাতিজার কাছ থেকে অর্থ আত্নসাত, অনাদায়ে মামলায় ফাঁসিয়ে পারিবারিক ভাবে চাপে রাখতেই এই মামলাটি করে।
পঞ্চায়েত কমিটির আরেক সদস্য শাহজাহান বলেন, সুদের ব্যবসার মহাজন জাকির হোসেনের কবলে পরে বাদশাহ, দুদু মিয়া, দেলোয়ার, আ: রবসহ ২০টি পরিবারকে বসতভিটা হারিয়েছে।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে তিনি আরো বলেন, গত ১৯ ডিসেম্বর জুম্মা বার নাজিরপুর কেন্দ্রীয় মসজিদে কমিটির বিচারে উদ্ধত আচরণ ও পঞ্চায়েত কমিটিকে অসম্মান করায় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে জাকির হোসেনকে। পরবর্তীতে জাকির ও তার বউ পারভীন থানায় গিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে নিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে এবং সংবাদ প্রকাশ করে। আমরা সমাজের পঞ্চায়েত কমিটি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।