প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২১, ২:৩২ পূর্বাহ্ণ
সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত রোগীদের বাসায় বাসায় খাদ্যসামগ্রীসহ উপহার এম পি-লিয়াকত হোসেন খোকার
নগর সংবাদ।।নিউজ ডেস্ক :. নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত রোগীদের বাসায় বাসায় খাদ্যসামগ্রীসহ উপহার পাঠিয়েচ্ছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা নিজ হাতে এসব খাদ্যসামগ্রী ও উপহার স্বেচ্ছাসেবী টিম ‘আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা’ সদস্যদের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের বাসায় বাসায় পৌছে দেয়ার ব্যবস্থা করেন। এসময় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে করোনা মহামারীতে অসহায় হয়ে পরা গাড়ি চালক ও হেলপারদের ৩৬০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে দেখা যায়। উল্লেখ্য যে, গত বছরের মার্চে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে ভুমিকা রেখেছেন এমপি লিয়াকত হোসেন খোকা। সারাদেশে লকডাউনে যখন দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছিল তখন এমপি খোকা নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ওইসব অসহায় পরিবারগুলোর মাঝে। আগের দিন ৬ জুলাই মঙ্গলবার পর্যন্ত সোনারগাঁয়ের ১২৩ জন করোনা রোগীর বাসায় পুষ্টিকর খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছেন এমপি লিয়াকত হোসেন খোকা। একই সঙ্গে যাদের চিকিৎসায় জরুরী সেবার প্রয়োজন তাদের জন্যও তিনি কাজ করছেন। অনেকের বাসায় নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও উপহার হিসেবে পাঠিয়েছেন তিনি। কারো কারো বাসায় পুষ্টিকর খাদ্য সামগ্রী উপহার পাঠিয়েছেন তিনি।এম পি-
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.