সোনারগাঁয়ের রুপকার- নির্বাচিত হওয়ার পর সরকারী কর্মকর্তা ও সমাজের সুশীল সমাজের লোকদের নিয়ে প্রতিটি স্কুল ও কলেজে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি,,এমপি লিয়াকত হোসেন খোকা
nagarsangbad24
-
প্রকাশিত: ফেব্রুয়ারি, ৪, ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ
-
১৭৬ ০৯ বার দেখা হয়েছে
সোনারগাঁয়ের রুপকার- নির্বাচিত হওয়ার পর সরকারী কর্মকর্তা ও সমাজের সুশীল সমাজের লোকদের নিয়ে প্রতিটি স্কুল ও কলেজে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি,,এমপি লিয়াকত হোসেন খোকা
সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি এম পি নির্বাচিত হওয়ার পর সরকারী কর্মকর্তা ও সমাজের সুশীল সমাজের লোকদের নিয়ে উপজেলা প্রতিটি স্কুল ও কলেজে ঘুরে ঘুরে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি। শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন স্থাপন করেছি। বুধবার দুপুরে উপজেলার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, বাউন্ডারি ওয়াল, মেইন গেইটের শুভ উদ্বোধন এবং নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, জাতীয় পার্টির নেতা গরীবে নেওয়াজ, মহিলা জাতীয় পার্টির নেত্রী ও সোনারগাঁও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, ইউপি সদস্য রুনা আক্তার মেম্বার, পলি আক্তার, নার্গিস মেম্বার , জাতীয় পার্টি নেতা মজিবুর রহমান, আক্তার হোসেন ভূইয়া ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে অতিথিদ্বয় অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের আয়োজিত শীতকালীন পীঠা উৎসবে অংশগ্রহণ করেন ।
এ বিভাগের আরও খবর...