প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২১, ২০২১, ১২:০৭ পূর্বাহ্ণ
সোনারগাঁয়ে জাতীয় পার্টি এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার উদ্যোগে সাবেক ফার্স্টলেডি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ২০ আগস্ট শুক্রবার মোগরাপাড়া চৌরাস্তার এমপির নিজস্ব কার্যালয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জাপার আয়োজনে দিনব্যাপী কুরআন খতম দিয়ে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব মোঃ বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুম,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু,আবুল হাসেম,জাতীয় পার্টি নেতা লায়ন তোফাজ্জল হোসেন,মোহাম্মদ আলী মেম্বার, আলীজাহান মেম্বার,নুর হোসেন মেম্বার,মতিউর রহমান মেম্বার,রফিকুল ইসলাম মেম্বার,রমজান আলী,জাকির মেম্বার,মোঃ ইলিয়াস,শেখ ফরিদ,জাতীয় মহিলা পার্টি নেত্রী জোহরা বেগম,সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.