প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণ
সোনারগাঁয়ে পুলিশি নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার
সোনারগাঁয়ে পুলিশি নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার
বুধবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস আহমেদ, কনস্টেবল আবুল কালাম ও রুকনুজ্জামান।
এর আগে সোমবার (৬ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের জামাতা মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
তবে পুলিশের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হয়, নুরুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি। নুরুল ইসলাম স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়া তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানা ধরনের অভিযোগ ওঠা প্রত্যাহার করা হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.