প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ
সোনারগাঁয়ে ২৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁয়ে ২৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তেইশ হাজার পাঁচশত পিচ ইয়াবাসহ মো. পারভেজ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার (৩রা এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে পুলিশ জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে।ঐ সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ কক্সবাজার সদর পৌরসভা ১০ নং ওয়ার্ডের মো. আবু মিয়ার ছেলে। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.