নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার হোমনা থানার গোনিয়ারচর গ্রামের মো. বাবু মিয়া (২৫) এবং একই জেলা ও থানার জয়নগর গ্রামের মোঃ এরশাদ (৩৯)।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা একটি যাত্রীবাহী বাস যোগে কুমিল্লা হতে ঢাকা অভিমুখে গাঁজার চালান নিয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার (৫ মে) সোনারগাঁয়ে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে।
ওই চেকপোষ্টে তল্লাশীকালে একটি যাত্রীবাহী বাস থেকে মাদক ব্যবসায়ী মো.বাবু মিয়া ও মো. এরশাদকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক যাত্রীবাহী বাসটি তল্লাশী করে একটি বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ওই গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।