নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ১০ কেজি গাঁজাসহ মো. সায়েম (৩০) ও স্মৃতি আক্তার মিষ্টি (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১’র সদস্যরা। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সায়েম ময়মনসিংহ জেলার ভালুকা থানার উড়াহাটি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে এবং স্মৃতি আক্তার মিষ্টি গাজীপুরের শ্রীপুর থানার সিংড়াতলী এলাকার আবু সাঈদের মেয়ে।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদেও গ্রেপ্তার করা হয়।
তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চালক ও যাত্রীর ছদ্মবেশে প্রাইভেটকারে বিভিন্ন কায়দায় গাঁজার বড় বড় চালান এনে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সরাবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।