সোমবার ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:২৬
শিরোনামঃ
Logo নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত ঝুট বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড-চালককে আহত Logo বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। Logo রাঙ্গুনিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। Logo কোস্টগার্ডের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক এবং দুটি দেশিয় অস্ত্র উদ্ধার Logo রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নিখোঁজ দশম শ্রেণির ছাত্র,উদ্ধার মরদেহ Logo চৌহালীতে শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণ উদ্বোধন Logo রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী-যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, ডাকাত, চাঁদাবাজ, পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্যসহ মোট ৩৯০ জন গ্রেফতার Logo রাজশাহীতে কাফনের কাপড় মাথায় বেঁধে ছয় দফা দাবিতেরাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা Logo খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলায়-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার,মোশাররফ হোসেন গ্রেফতার

সোমবার হালকা শৈত্য প্রবাহের দেখা দিতে পারে।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৮, ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নগর সংবাদ।।চলছে পৌষ মাসের তৃতীয় দিন। ফলে বাড়ছে শীতের অনুভূতিও।

আর আসি আসি করছে শৈত্য প্রবাহ। চলতি মাসের শেষার্ধে দু’টি শৈত্য প্রবাহের আভাস আগেই দিয়েছে আবহাওয়া অফিস। যার একটি হবে হালকা (৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), অন্যটি মাঝারি (৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ।

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। এক্ষেত্রে সোমবার (২০ ডিসেম্বর) একটি অল্প সময়ের হালকা শৈত্য প্রবাহের দেখা দিতে পারে। যেটা স্থায়ী হবে একদিন বা দু’দিন।

আবহাওয়া অফিস শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এই অবস্থায় রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপবির্তত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১০ কিলোমিটার।

সোমবার (২০ ডিসেম্বর) নাগাদ দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ‘আগামী দু’-একদিন পরে শর্ট রেঞ্জের, দুই দিনের বা একদিনের একটি শৈত্য প্রবাহ হতে পারে। সেটি কিন্তু ঢাকায় বা দেশের অন্যান্য স্থানে নয়, কেবল উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে’।

কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে তো ১৮ ডিসেম্বর, এরপর ১৯ ডিসেম্বর; ২০ ডিসেম্বর, ২১ ডিসেম্বরের দিকে হতে পারে। এখনো পরিষ্কার বলা যাচ্ছে না। হলে পরেও উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে হবে। এটা মাইল্ড (মৃদু) হবে। অর্থাৎ তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এর নিচের নামবে না।

শনিবার (১৮ ডিসেম্বর) দেশে সর্ননিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell