প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ
সোহেল ওরফে হান্ডেট সোহেলের মাদক ব্যবসাই তার পেশা!
সোহেল ওরফে হান্ডেট সোহেলের মাদক ব্যবসাই তার পেশা!
মোঃ শাওন প্রধান,,-- বন্দর সংবাদদাতা
নারায়ণগঞ্জ বন্দর ২০ নং ওয়ার্ড দড়ি সোনাকান্দা লাহড়বাড়ি এলাকায় মাদক ব্যবসা, চুরিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে সোহেল ওরফে হান্ডেট সোহেল। একাধিক মাদক মামলা মাথায় নিয়ে প্রকাশ্যে ফেরি করে ও নিজ ঘরে বসে জানালা দিয়ে মাদক বিক্রি করে চলছে বলে এলাকাবাসী জানায়। রাতে করে চুরি...। কাউন্সিল বোন তার মতো অপরাধীকে নিজের ভাই বলে পরিচয় না দিলেও সোহেল বোনের নামের প্রভাব দেখিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা করছে। নিজের ব্যবসা ধরে রাখতে সোহেল পুলিশের সোর্স হয়ে কাজ করছে।পুলিশ কে দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে অভিযোগ এলাকাবাসীর,একমাত্র মাদক ব্যবসা ও চুরি করা তার পেশা ও কাজ। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.