বরগুনার তালতলীতে স্কুলছাত্রীর (১৩) আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আসাদুল হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১২ মার্চ) সকালে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসাদুল হাওলাদার উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে।
র্যাবের পটুয়াখালী কোম্পানি অধিনায়ক তুহিন রেজা জানান, জেলার মহিপুর এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করা হয়। তাকে তালতলী থানায় সোপর্দ করা হবে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, শনিবার রাতে তালতলী থানায় এ বিষয়ে মামলা করেছি। র্যাব আসাদুলকে গ্রেফতার করেছে। অভিযানের সময়ে একটি টিমের সঙ্গে আমিও ছিলাম।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গ্রেফতারের পর র্যাব তাকে তালতলী থানায় হস্তান্তর করেছে।
এর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আসাদুল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে দেয়। এ অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। বুধবার ওই ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে আসাদুল। টাকা না দেওয়ায় ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর।