প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৩, ১:৫৫ পূর্বাহ্ণ
স্কুল-কলেজের পাশে বখাটে পেলেই গ্রেফতার- সোনারগাঁ থানা পুলিশ
স্কুল-কলেজের পাশে বখাটে পেলেই গ্রেফতার- সোনারগাঁ থানা পুলিশ
অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ও গণসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সোনারগাঁ থানা পুলিশ। এখন থেকে স্কুল-কলেজের পাশে বখাটে পেলেই গ্রেফতার করা হবে সতর্ক করে দিয়েছে পুলিশ ।
বুধবার (১১ জানুয়ারি) সোনারগাঁ থানা পুলিশের ফেসবুক পেজে এ-সংক্রান্ত এক সতর্ক বার্তা দেখা গেছে।
সতর্ক বার্তায় লেখা রয়েছে, স্কুল-কলেজ ও মাদরাসা চলাকালীন বা ছুটি হওয়ার সময়ে যেকোনো স্কুলের পাশে ও পাশের দোকানে আড্ডা দেওয়া এবং অহেতুক ঘোরাফেরা সম্পূর্ণ নিষেধ। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য আজ থেকে যদি কোনো স্কুল-কলেজ বা মাদরাসার সামনে বখাটে ছেলে পাওয়া যায় তাহলে তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, বখাটেদের অপরামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে উপজেলার প্রতিটি স্কুলে সতর্কতামূলক ক্যাম্পেইন করা হবে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.