সোমবার ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৮
শিরোনামঃ
Logo বাহিনীর আভিযানিক সক্ষমতা অর্জনের জন্য যৌথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ-অস্ট্রেলিয়ান হাইকমিশন ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ প্রশিক্ষণ Logo পবিত্র রমজান মাসজুড়ে কলকাতায় সস্তা সব ফল – ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে সম্পন্ন করেন Logo দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে-সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা-৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ Logo দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি-সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারি মাসে রেকর্ড ৩১ হাজার কোটি টাকা Logo জাতীয় ভোটার দিবস উপলক্ষে চৌহালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা Logo ১৮ বছর যাবত পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার Logo চাদাঁর দাবীতে ফতুল্লা থানা সেচ্ছাসেবক দল-নেতা এসকে শাহীনের নেতৃত্বে হামলা-নগদ ২ লক্ষ লুট,৮ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি ভাংচুর, করে সন্ত্রাসী বাহিনী-থানায় অভিযোগ Logo লালমনিরহাট দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় নির্মাণকাজ বন্ধ Logo নোয়াখালীতে নবম ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার-১

স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধের জেরে স্বামীকে হত্যা,গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১০, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধের জেরে স্বামীকে হত্যা,গ্রেফতার ২

যশোরে অভিনব কায়দায় ইনজেকশনের মাধ্যমে অ্যাসিড পুশ করে স্বামীকে হত্যার অভিযোগে এক নারী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের শিকার ওষুধ ব্যবসায়ী জহির হাসান গাজী (৩৮) যশোর শহরের বকচর হুশতলার মৃত হোসেন আলী গাজীর ছেলে।

এছাড়া গ্রেফতার শেফালী বেগম (৩৩) বকচর হুশতলা এলাকার মৃত শেখ ওমর আলীর মেয়ে এবং শেফালির প্রেমিক রবিউল ইসলাম (৪২) শহরের শংকরপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের ভাই গাজী শাহনেওয়াজ কোতোয়ালি থানায় মামলা করেছেন।

বুধবার (১০ মে) বিকেলে এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে বকচর এলাকার বাসিন্দা জহির হাসানের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি ও র‌্যাব ঘটনাস্থলে যায়। জহির আলীর বাম হাতের প্রতিটি শিরায় কালো দাগ পরিলক্ষিত হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ কারণে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহত জহির হাসান গাজীর স্ত্রী শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার স্বামী জহির হাসানকে হত্যার দায় স্বীকার করেন। শেফালী জানান, শংকরপুরের রবিউলের সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে পারিবারিক কলহের জেরে স্বামী জহির হাসানকে হত্যার পরিকল্পনা করেন তিনি। অভিনব পদ্ধতিতে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর আগে থেকে সংগহ করা মোবাইলফোনের ব্যাটারি ভেঙে পানিতে ভিজিয়ে রেখে পাওয়া অ্যাসিড ইনজেকশনের সিরিঞ্জে নিয়ে ঘুমন্ত স্বামীর বাম হাতের শিরায় পুশ করেন। অ্যাসিড প্রয়োগের অল্প সময়েই জহিরের মৃত্যু হয়।

জুয়েল ইমরান বলেন, পরে জহির হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে পরিবারকে জানান শেফালি। তখন জহিরের ছোট ভাই ফেরদৌস রাত দেড়টার দিকে তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আর শেফালীকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, নিহতের শরীরে ইনজেকশনের ক্ষত দেখা গেছে। ক্ষত থেকে রক্তপাত হওয়ার চিহ্নও পাওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এদিকে, জহির হত্যাকাণ্ডের পর এ ঘটনায় জড়িত অভিযোগে শেফালীর প্রেমিক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিউল খুলনার পাইকগাছা উপজেলা সদরের মৃত আব্দুর সরদারের ছেলে ও যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে শংকরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, শেফালী এবং রবিউল পরিকল্পনা করে জহিরকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell