নগর সংবাদ।।লোহাগাড়ায় স্ত্রী রেখা বড়ুয়া সঙ্গে অভিমান করে স্বামী দিপল বড়ুয়া (৫৫) আত্মহত্যা করেছে।
বুধবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে আধুনগর বড়ুয়াপাড়ায় নিজবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দিপল বড়ুয়া লোহাগাড়ার আধুনগর মছিদিয়া মাইজপাড়া এলাকার মৃত খগেশ বড়ুয়ার ছেলে।
স্থনীয় সূত্রে জানা গেছে, নিহত দিপল বড়ুয়া প্রায়ই মদ পান করে স্ত্রীকে মারধর করত। ঘটনার আগের দিনও মদ পান করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করায় স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যান। পরে স্বামী স্ত্রীর সঙ্গে রাগ করে আত্মহত্যার করে।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মাদ আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।