স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আক্তার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। রবিবার (১১ সেপ্টেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এ সময় পাঁচজনকে খালাস দেন আদালত। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। খালাসপ্রাপ্তরা হলেন- আহমেদ হোসেন, দেলোয়ার হোসেন, সাজেদা বেগম, রমজান ওরফে নিবারন ও মনোয়ারা বেগম।
এপিপি এড. ফজলুর রহমান জানান, ফতুল্লার কানাইনগর এলাকার ভালোবেসে বিয়ে করেছিলেন রীনা বেগম ও আক্তার হোসেন। তাদের ঘরে একটি কন্যা সন্তানও আছে। । কিন্তু আক্তার হোসেনের পরিবার তাদের বিয়ে মেনে নিচ্ছিল না। ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর আক্তার হোসেন তার স্ত্রী রীনা বেগমের বাড়ি গিয়ে বলেন রীনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরে পরিবার আক্তার হোসেনের বাড়ির সামনে থেকে রীনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফতুল্লায় থানায় মামলা হয়। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।