স্বনামধন্য আশীষ সেনগুপ্ত মহাশয় স্মৃতির উদ্দেশ্যে শুভ জন্মদিন-রবি ঠাকুরের গানের মধ্যে দিয়ে তাঁকে স্বরণ করেন,,সাহানা কলকাতা।।
nagarsangbad24
-
প্রকাশিত: জানুয়ারি, ৫, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ
-
১২ ০৯ বার দেখা হয়েছে
স্বনামধন্য আশীষ সেনগুপ্ত মহাশয় স্মৃতির উদ্দেশ্যে শুভ জন্মদিন-রবি ঠাকুরের গানের মধ্যে দিয়ে তাঁকে স্বরণ করেন,,সাহানা কলকাতা।।
শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
৪ঠা জানুয়ারি শনিবার , ঠিক বিকেল ছটায় , রবীন্দ্র সরোবর সংলগ্ন , গ্যালারি গোল্ড, সাহানা কলকাতা এর পরিচালনায় স্বনামধন্য আশীষ সেনগুপ্ত মহাশয় স্মৃতির উদ্দেশ্যে শুভ জন্মদিন পালন করেন। রবি ঠাকুরের গান এবং লোক সংগীতের মাধ্যমে , এই অনুষ্ঠানের ২০২৫ এর শুভ সূচনা হল ভাটিয়ালির গানের মধ্যে দিয়ে , শ্রীমান আশীষ সেনগুপ্ত মহাশয় কে স্মরণ করা হলো ।
উপস্থিত ছিলেন সংগীত শিল্পী অঞ্জলি গাঙ্গুলী, ইন্দ্রানী শাহ, অনুরাধা বিশ্বাস, মধুমিতা মুখার্জী, ভাস্কর মুখার্জী, নিতিন দাস, সুমন ভট্টাচার্য , এছাড়াও উপস্থিত ছিলেন বক্তৃতায় এবং কবিতায় ছিলেন মধুমিতা বাসু , সঞ্চালিকায় ছিলেন সাম্য কার্ফা এবং নন্দিনী অধিকারী চক্রবর্তী, আরো বিশিষ্ট সংগীত বাদ্যযন্ত্র ছিলেন পার্থ মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, অমিত রঞ্জন রায়।
আজ সাহারা কলকাতার ১২ তম বর্ষে পদার্পণ করল, আজকের এই সংগীতশিল্পীরা তাদের সংগীত এবং কবিতা মধ্য দিয়ে মনোরম সুন্দর একটি অনুষ্ঠানের করলেন । এবং রবিঠাকুরের গান , লোকো সঙ্গীত , ভাটিয়ালী , লালন , বাউল এই সমস্ত গান শুনে মানুষের মনে সারা জাগায় , এবং সকল দর্শকদের গান শোনার পর মন মুগ্ধ হয়ে আনন্দে ভরে ওঠে ছিল। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সঙ্গীতশিল্পী এবং অতিথিরা একটাই কথা বারবার বলেন , স্বনামধন্য আশীষ সেনগুপ্ত তাদের মধ্যে আজ নেই ।
কিন্তু সকল সঙ্গীতশিল্পী ও সাহানা কলকাতা সকল মেম্বার এর স্মৃতির মধ্যে দিয়ে তিনি আজ অমর হয়ে আছেন। আশীষ বাবু সারাজীবন সকল শিল্পীদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন ,শুধু তাই নয় আশীষ বাবু মনে করতেন সকল সদস্য এবং বিভিন্ন দেশের শিল্পীদের সহযোগিতার মাধ্যমে মেল বন্ধ হওয়া উচিত।
এই রকম সুন্দর একটা অনুষ্ঠানে মধ্যে দিয়ে আজ আমরা গর্বিত সবাইকে কাছে পেয়ে , এবং সবাই একসাথে হতে পেরে, আমাদের চলার পথ আরো এক ধাপ এগিয়ে গেল। স্বনামধন্য আশীষ সেনগুপ্ত পরিবারের জন্য রইল শ্রদ্ধা , ভালোবাসা , ও শুভকামনা সাহানা কলকাতা পক্ষে থেকে।
শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
এ বিভাগের আরও খবর...