স্টাফ রিপোর্টার – সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বনির্ভর যুব মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে “গাছ লাগান,পরিবেশ বাঁচান” এ শ্লোগানকে সামনে রেখে বিনা মূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। ১৯ আগষ্ট শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের জল্লার পাড় লেক পার্কে এ চারা বিতরণ করা হয়। স্বনির্ভর যুব মহিলা কল্যাণ সংস্থার সভাপতি ও নারী উদ্যোক্তা মাসুমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রায় ৩০০ টি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষের চারা বিতরণ কালে সংগঠনের সভাপতি মাসুমা আক্তার বলেন, গাছ আমাদের বাঁচিয়ে রাখছে অক্সিজেন দিয়ে। কিন্তু যে হারে গাছ কাটা হচ্ছে সেভাবে গাছ লাগানো হচ্ছে নাহ। আমরা যদি সচেতন না হই তাহলে দিন দিন পরিবেশের ভারসাম্য হারিয়ে আমরা হুমকির মুখে পড়বো।তাই আমরা ১ টি গাছ কাটলে ১০ টি গাছ লাগাবো। তাই আমাদের সংস্থার এ কর্মসূচি অব্যাহত থাকবে। তাই আমি বলতে চাই আপনি সচেতন নাগরিক হিসেবে নিজে গাছ লাগান অন্যকে গাছ লাগাতে উৎসাহ দিন । এ সময় উপস্হিত ছিলেন সংস্থার উপদেষ্টা সৈয়দা তানিয়া আহমেদ, সহ সভাপতি শারমিন আমিন, কোষাধ্যক্ষ আফসানা মিম,সদস্য আয়েশা হোসাইন সহ প্রমূখ।