স্বর্গীয় অজিত রায় এবং রমা রায়ের স্মৃতি উদ্দেশ্যে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন পরিবার বৃন্দ।
"" সম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম, নগর টিভি ""
১১জুলাই বিকেল পাঁচটায় বিরাটির সুপরিচিত হল তরুন স্মৃতি ভবনে স্বর্গীয় অজিত রায় এবং রমা রায়ের স্মৃতি মঞ্চের আয়োজিত হবে সামাজিক সংবর্ধনা সভা এবং গীতাঞ্জলি সংস্কৃতিক সন্ধ্যা ।
এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কলকাতার বিখ্যাত সঞ্চালক প্রসেনজিৎ রাহা। যার কথা এবং শব্দে মানুষের মন মুগ্ধ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী পর্দার অভিনেতা সত্যম মজুমদার,
এবং যুধজিৎ ব্যানার্জি, সহ রিমা মজুমদার, ইন্দ্রানী মজুমদার, নতুন প্রজন্মের আইকন অভিনেতা জয় অনুভব।
অতিথিদের সাক্ষী রেখে প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো।
একে একে অতিথিদের উত্তরীয় মিমেন্টো দিয়ে সম্মানিত করা হলো। তার সাথে মিডিয়া বন্ধুদেরকে সম্মানিত করা ,
এবং সংগীত শিল্পীদেরও সম্মানিত করে বরণ করে নেয়া হলো, নাচে গানে অনুষ্ঠানটিকে ভরিয়ে তুলেছিলেন গায়ক পঙ্কজ নট্ট ,এবং গায়িকা জয়শ্রী নট্ট, এবং দীপাঞ্জনার নট্ট গান শুনে মানুষের মন মুগ্ধ হয়ে উঠেছিলেন
সবাই কোথায় যেন হারিয়ে গেছিলেন গানের সুরে। এছাড়াও পুরো অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন শাশ্বতী প্রমোশনাল হাউস।
প্রমোশন হাউজের টিম মেম্বাররা খুবই সুন্দরভাবে কাজ করেছেন। আদিত্য মাইতি এত সুন্দর করে নিখুঁত ভাবে এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে গেছেন। রায় পরিবারের সাথে যেভাবে আদিত্য হাত বাড়িয়ে দিয়েছেন অতুলনীয় এক ভালোবাসা। যে বন্ধুত্ব রায় পরিবারকে সবসময় বেঁধে রাখবে।
পরিবার আত্মীয়-স্বজন বন্ধু এক সুতোই মুক্তির মালার মতন বেঁধে রাখে। অতিথিদের মুখ থেকে বক্তব্য শোনা সুযোগ পেলাম , বক্তব্যের মধ্যে দিয়ে তারা এই বার্তা দিলেন যে এই ধরনের অনুষ্ঠান এই প্রথমবার রায় পরিবার করলেন। এবং তার সাথে বেঙ্গল নিউজে তিনজন কর্ণধার দীপক রায় ,
সৌভিক ব্যানার্জি ,অভিজিৎ কুমার রায় এনারা যেভাবে রায় পরিবারের সঙ্গে পা মিলিয়ে চললেন নতুন প্রজন্মকে এই বার্তা দিচ্ছেন যে তারাও যেন এরকম একটা অনুষ্ঠান করতে পারেন এবং বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করতে পারেন।
আমরা সব সময় পরিবেশে দেখতে পাই বাবা-মায়ের প্রতি ছেলেমেয়েদের অবহেলা। বৃদ্ধাশ্রম অনেক বাবা-মায়ের থাকার আশ্রয় হয়ে ওঠে। বাবা মা আমাদের প্রথম গুরু, তাদের হাত ধরেই আমাদের জীবন শুরু হয়।
আমরা হয়তো অনেকেই ভুলে যাই, আমাদের ছোটবেলাকার কথা , বাবা মা আমাদের কাছে কি তাই হয়তো আমরা অনেক সময় বাবা-মার প্রতি অবহেলাই করে থাকি,
তারা যে আমাদের জন্য কত কষ্ট করেন এটা হয়তো আমরা ভুলে যাই। আগামী প্রজন্মে আমরা এই বার্তা দিতে চাই কারোর বাবা মা যাতে কষ্টে না থাকে বাবা মাকে ভালবেসে কাছে রাখাটাই অমূল্য ব্যাপার।
এই অনুষ্ঠান থেকে প্রতিটা মানুষেরা কুর্নিশ জানিয়েছে, অনেকেই মেসেজ করেছেন যে এই ধরণের ভাবনা চিন্তা আজ পর্যন্ত কেউ করে নি,
প্রথমবার রায় পরিবার এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। খুব সুন্দর হয়েছে এই অনুষ্ঠান , এই অনুষ্ঠান সামনের বছরে আরো ভালো হোক এই শুভ কামনাই রাখে অতিথিবৃন্দরা।
মিডিয়া বন্ধুদের তরফ থেকে অসংখ্য শুভকামনা রইল রায় পরিবারের জন্য। সামনের বছর রায় পরিবার আরো বড়ো আর ভালো কাজ করুক , সমাজের জন্য নতুন চিন্তা ভাবনা নিয়ে আগামী দিনে পথ চলা।
"" সম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম, নগর টিভি ""