আজ ৩ রা সেপ্টেম্বর মঙ্গলবার, দশম তম বর্ষে পদার্পণ করল সি আই টি স্কিম ,কাকুরগাছি র ,,স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি,,,, এবারের তাদের ভাবনা,,,, অনাদরে রূপকথা,,,, সুন্দর একটি ভাবনার মধ্য দিয়ে ক্লাব কর্তৃপক্ষ ,সাধারণ মানুষকে, অন্য ধরনের বার্তা দিতে চলেছেন, সেই থিমেরই কাজ চলছে পুরোদমে, কয়েকদিন যাবৎ সারাদিন বৃষ্টিতে শিল্পীরা কিছুটা প্ল্যান হয়ে পড়লেও,, হাল ছাড়েননি কেউ, এমনকি পুজো উদ্যোক্তারা।
দিনে রাত্রি পরিশ্রম করে চলেছেন বৃষ্টির মধ্যেও,, প্রতিবছর আর্ট কলেজের দুই ছাত্র, যারা ভাবনা ও সৃজনে এই থিম তুলে ধরার চেষ্টা করছেন, সেই সৌরভ কর্মকার ও অতনু হাজরা, ভাবনার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সজাগ করার চেষ্টা করছেন এবং ছোট ছোট ছেলে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, শুধু থিম নয় থিমের অনুকরণে তারা প্রতিমা আনার চেষ্টা করছেন,, ক্লাবের সভাপতি অমল হাজরা বলেন যেভাবে গাছপালা ধ্বংস করে ফেলছে,
উদ্ভিদ বিলুপ্ত হয়ে পড়েছে ,পশুপাখি বিলুপ্ত হয়ে পড়েছে। এমনকি বড় বড় বিল্ডিং হয়ে যাওয়ার ফলে,ও গাছ কেটে ফেলার ফলে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে।, মানুষেরা বিভিন্ন রোগে ভুগছেন, জল দূষিত হচ্ছে, বিভিন্ন রোগে মানুষকে জর্জরিত করে ফেলছে, নালাখন্দ ভরাট হয়ে পড়ছে, জল ঠিকমতো নালা দিয়ে না যাওয়ার ফলে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে,, তাই আমরা এই ভাবনার মধ্য দিয়ে সাধারণ মানুষকে বার্তা দিতে চেয়েছি, আপনারা গাছ কাটবেন না, জলে নোংরা ফেলিবেন না, সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন গাছ লাগান, আর নিজেদের শরীরকে সুস্থ রাখুন ছোট ছোট বাচ্চাদের সুস্থ রাখুন এটাই আমাদের মূল বার্তা। ক্লাব কর্তৃপক্ষ এবং শিল্পীরা এই ভাবনা ও চিত্রের মধ্য দিয়ে একটি সুন্দর পরিকল্পনা তুলে ধরেছেন ,, যা সকলকে আনন্দ দেবে, আর এই ভাবনা সামনে এসে না দেখলে অনুভব করা যাবে না , তাই সকল প্রিয় বন্ধুকে ক্লাবের তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন, অগ্ৰিম শুভেচ্ছা জানাইছেন , সবাই আসুন পুজো পরিদর্শন করুন এবং আপনাদের মতামতই আমাদের এগিয়ে চলার পথ দেখাবে।
আগামী বৎসরের, ২০২২ এ স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি বেশ কয়েকটি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এবারও তাদের আশা আবারো আমরা কয়েকটি সম্মানে ভূষিত হব এটা আমরা আশা করছি, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি শুধু পুজো নিয়েই ব্যস্ত থাকেন তা নয়, সারা বছর একের পর এক কর্মযজ্ঞে মেতে উঠেন, রক্তদান শিবির থেকে শুরু করে,
ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় বিতরণ ,শাড়ি ও কম্বল বিতরণ, বিপদের দিনে মানুষের পাশে ছুটে যাওয়া, রক্তের অভাব পড়লে সেই রক্তের অভাব পূরণ করা বিভিন্ন বিষয়,,,, ক্লাবের সদস্য গৌড় ঘোষ ও গোবিন্দ ঘোষ বলেন ,আমরা সব সময় মানুষের পাশে আছি, থাকবো এবং আমাদের বিধায়ক পরেশ পাল মহাশয় যেভাবে আমাদের পরিচালনা করেন, আমরা তাহার কথামতো সেই কাজগুলি করার চেষ্টা করি,। এবং অশেষ ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক পরেশ পাল মহাশয়কে। এবং ধন্যবাদ জানাবো আমাদের মহিলা কমিটির সকল সদস্যকে ও অন্যান্য সদস্যগণকে এবং এলাকা বাসীকে। পুজো আর কয়েকটা দিন বাকী, আসুন সবাই মিলে আনন্দ করি।