স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি ইন্ডিয়া আয়োজিত, দুইদিন ব্যাপী জাতীয় সেমিনার।
“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”
২৩ শে এপ্রিল বুধবার, স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি ইন্ডিয়া আয়োজিত, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটের তুরিয়া নন্দ হলে, ২২শে এপ্রিল ও ২৩শে এপ্রিল দুই দিনের বার্ষিকী জাতীয় সেমিনারের আয়োজন করেন
এবং স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী পালন, এছাড়াও বেদান্তচার্য মহামহোপাধ্যায় প্রফেসর ডক্টর সীতানাথ গোস্বামী এবং তাহার সাথে বেদান্ত শিক্ষার্থী মমতা দত্তের স্মরণে এই সেমিনারের আয়োজন ও থিম তুলে ধরা হয়েছে।
২২শে এপ্রিল ঠিক বিকেল সাড়ে চারটায়, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অনারেবল সেক্রেটারী শ্রদ্ধেয় স্বামী সুপর্ণা নন্দ মহারাজ।
এই উদ্বোধনের পর, এর পাশাপাশি কারিগরি অধিবেশন এবং সমাপনী অধিবেশনে শুরু হয়। উপস্থিত ছিলেন সম্পাদক অলকেন্দু দাস , চেয়ারম্যান তারিত কুমার দত্ত,
ভাইস চেয়ারম্যান মৌসুমী মজুমদার। এই সেমিনারের মূল থিম ছিল.. যোগা চাতুস্তয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর, উপস্থিত সম্মানীয় অতিথিদের বরণ করে নেন, এরপর সারাদিনব্যাপী চলে বিভিন্ন অনুষ্ঠান ও স্বামী বিবেকানন্দের এবং বেদান্ত নিয়ে আলোচনা।
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
সম্মানীয় অতিথিদের বরণ করে নেন
এই দুই দিনের অধিবেশনকে, বিভিন্নভাবে ভাগ করে নিয়েছেন, প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন এবং তৃতীয় অধিবেশন দিয়ে। এই অধিবেশনের মধ্য দিয়ে বিভিন্ন থিম তুলে ধরেছেন সবার সামনে,
তাহার সাথে সাথে স্বামী বিবেকানন্দের উপর একটি তথ্যচিত্র তুলে ধরেন।। দুই দিনের অধিবেশনে বেশিরভাগই ছিল বরিষ্ঠ নাগরিক, তিনটি অধিবেশনের থিম ছিল, প্রথম থিম জ্ঞানযোগ, দ্বিতীয় থিম ভক্তিযোগ,
তৃতীয় থিম কর্মযোগ। এর মাধ্যমেই মানুষ মুক্তি পেতে পারে, জ্ঞান অর্জন করতে পারে কর্ম করে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। এই দুই দিনের অধিবেশনে উপস্থিত ছিলেন স্বামীজি থেকে প্রফেসর পর্যন্ত। প্রফেসর অশোক কুমার মুখোপাধ্যায়,
স্বামী সুদ্ধাত্মানন্দ জী মহারাজ, বৈদিক জপ পাপিয়ারাই চৌধুরী, বনানী বর্মন, প্রফেসর সেবিকা নাগ, শ্রী সুবোদীপ দাস, প্রফেসর বিদ্যুৎ মন্ডল, সকল অতিথিবৃন্দ একদিকে স্বামী বিবেকানন্দের ভ্যান ধারণা ও আদর্শ নিয়ে আলোচনা করলেন অন্যদিকে জানালেন শুধু ধ্যান জ্ঞান নিয়ে আলোচনা করলেই হবে না, আধ্যাত্মিক বিষয়টিও জানতে হবে এবং অর্জন করতে হবে।
তাই আমরা এই স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি কে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবে বিবেকানন্দের বাণীকে বিশ্বের ছড়িয়ে দেওয়ার জন্য, বেদান্ত সম্বন্ধে মানুষের কাছে তুলে ধরার জন্য।আমরা চাইবো বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক এই বেদান্ত বিষয়টি।
“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”