বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৮
শিরোনামঃ
শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায়: ২ শ্যুটার সহ গ্রেপ্তার ৫-পিস্তল জব্দ। গাজীপুর, শ্রীপুরে পৃথক দুই স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালবাটীর রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত — অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার জুলাই জাতীয় সনদের ৫ দফা দাবি মেনে না নিলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান হুঁশিয়ারি ৮ দলের। সুশাসনের জন্য নাগরিক সুজন এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির মনোনয়ন নিয়ে সবাই ব্যস্ত, সংসদে যাবার জন্য অথচ রাজপথে আমি একাই: এড. টিপু দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে প্রথম সাফল্য: ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী শুভেন্দু মণ্ডল জনকল্যাণমূলক বৃহৎ কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে চলছেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত-হাসনাত আবদুল্লাহ। এটিএন বাংলা-জেএসএস অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচারের নির্যাতন উপেক্ষা করে ১৬ বছর রাজপথেই ছিলাম: গিয়াস উদ্দিন

shahalam
  • প্রকাশিত: অক্টোবর, ২৩, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
  • ৫৭ ০৯ বার দেখা হয়েছে
স্বৈরাচারের নির্যাতন উপেক্ষা করে ১৬ বছর রাজপথেই ছিলাম: গিয়াস উদ্দিন

গুম, খুন, হত্যা মামলাসহ যত প্রকার নির্যাতন ছিল সবটুকু স্বৈরাচার করেছে। আমরা তারপরেও সেগুলোকে ভয় করি নাই। তাদের অত্যাচার, নির্যাতনকে উপেক্ষা করে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজব তারেক রহমানের দিক নির্দেশনায় ১৬ বছর রাজপথে থেকে আন্দোলন করেছি।

 

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব কথা বলেন।

 

তিনি বলেন, ৫ই আগষ্ট স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। এখন মুক্ত স্বাধীন দেশ। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করি। লক্ষ্য উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার থাকবে, অর্থনৈতিক মুক্তি আসবে। মানুষ শান্তিতে এ দেশে বসবাস করবে। স্বৈরাচার তার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডিএইচ বাবুল, রওশন আলী, এ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, কৃষকদল নেতা নাছির প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুবেদ আলী, যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, সদস্য হাজী শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমূখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell