২৪ শে নভেম্বর শুক্রবার ঠিক দুপুর আড়াইটায়,, কলকাতা ডরিনা ক্রসিং ও কলকাতা কর্পোরেশনের সামনে,, হকার্স জয়েন্ট অ্যকশন কমিটি ডাকে এক বিশাল র্যালির মধ্য দিয়ে শহীদ দিবস পালিত হয়,,
এবং একটি শহীদ দিবস মঞ্চ তৈরি করেন, বিভিন্ন জায়গা থেকে হকার্স ইউনিয়নের সদস্যরা মিছিল করে এই মঞ্চের সামনে আসেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান,, আজকের দিনটিকে প্রতিবছর কালা দিবস হিসেবে পালিত করেন। আজকের এই সমাবেশে এবং শহীদ দিবসে উপস্থিত ছিলেন ,, আই এন টি ইউ সির।
কামারুজ্জামান কামার মহাশয়, উপস্থিত ছিলেন প্রবীণ নেতা প্রমতোষ সেন, দিলীপ দাস, গোবিন্দ দুবে , বসন্ত কোলে সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ,,
প্রতিবছর এই দিনটিকে পালন করে এসেছেন কালা দিবস হিসাবে, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একে একে মঞ্চে উঠে বলেন, , বামফ্রন্ট সরকারের রাজত্বে, ফ্যাসিস্ট বাদী বামফ্রন্ট সরকার যে ১০০ জন হকার ভাইদের নির্মমভাবে মেরেছেন, অত্যাচার করেছেন ,আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই, স্মৃতির উদ্দেশ্যে এই দিবসটি পালন করি ,,
বিভিন্ন জেলা থেকে হকার ভাইয়েরা এই দিনটিকে স্মরণীয় করে রাখেন, কারণ যারা শহীদ হয়েছেন,, তারাও কারো না কারো কেউ,, কেউ করো ভাই, কেউ দাদা ,কেউ কাকা ,কেউ কারো বাড়ির ছেলে শহীদ হয়েছেন,, আজ তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই আয়োজন এবং এই বিশাল মিছিল, ,,
একে একে উপস্থিত কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, এতগুলি বছর ধরে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার এখনও ভুলতে পারেনি সেদিনের ঘটনা,, সকলে কাল ফিতে পোরে এবং কালো পতাকা হাতে নিয়ে আজকের এই দিবসটি পালন করলেন কালা দিবস হিসাবে,, প্রায় দুই থেকে আড়াই হাজারেরও বেশি প্রকার বন্ধুরা এই সমাবেশে যোগ দেন।