হযরত মাওলা ইমাম আলী ইবনে আবু তালিব, জুলফিকার আ:শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেওয়ান বাড়ীতে মিলাদ, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা প্রতিনিধি।। নানা আয়োজনে উদযাপন করে থাকেন। তার ধারা বাহিকতায় ঢাকাস্থ কেরানীগঞ্জ, আটিবাজার, বামনসুর গ্রামে মহাসাধক হযরত শাহসূফী দেওয়ান আলেপ চাঁন শাহ দরবেশ রহঃ ওরশে আলফু দেওয়ানের প্রতিষ্ঠিত দেওয়ান বাড়িতে দরবেশের সুযোগ্য সন্তান সাধক কুলের শিরোমনি আব্দুল মালেক দেওয়ান ও আব্দুল খালেক দেওয়ান বংশ পরম্পরায় আব্দুল মালেক দেওয়ান (রহঃ)সাহেবের সুযোগ্য পুএদ্বয় সাধক খবির উদ্দিন দেওয়ান, সাবির উদ্দিন দেওয়ান (রহঃ), সাধক খবীর উদ্দিন দেওয়ান সাহেবের সুযোগ উওরসূরী দের দিয়েই প্রথম বাউল পালাগান প্রতিষ্ঠিত হয় দেশ বিদেশে। দেওয়ান বাড়ি দরবার শরীফের বর্তমান কর্ণধার বাউল সাধক দেওয়ান কোটি ভক্তের নয়নমনি যে সাধক দেশ, (বিদেশে) ৭৮টি দেশে বাউল গান কে প্রতিষ্ঠার লক্ষে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাধক হযরত শাহসূফী দেওয়ান আরিফ চাঁন শাহ জি.মা.আলী (আরিফ দেওয়ান)। আজ ২১শে রমজান দেওয়ান বাড়িতে মাওলা আলী আ.জ.হু স্বরণে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করেন। আরিফ দেওয়ান একজন মিষ্টভাষী, মানব প্রেমী, সাধক দেওয়ান বাড়িতে ভক্তদের সাথে আত্মায় মিশে কথা বলেন।তাই দেশ-বিদেশে কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন সাধক আরিফ দেওয়ান।