হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রবজেল হোসেন (৪৫) এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ দৈনিক দেশের কন্ঠ'কে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রবজেল হোসেন উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের খলিসাকুণ্ডু গ্রামের মৃত আনসার আলীর পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, রবজেল হোসেনের দখলে থাকা ১০ শতক জমি নিয়ে স্হানীয় ভরস আলীর সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। ঐ জমি নিয়ে প্রায় ২০ বছর ধরে মামলা চলার পর গত ৬ মাস পূর্বে আদালত ভরস আলীর পক্ষে রায় দেয়। কিন্তু আদালতের রায় অগ্রাহ্য করে রবজেল হোসেন জমি নিজের দখলে রাখেন। গত বৃহস্পতিবার( ১২ অক্টোবর) দুপুরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের তিনজন নারী সহ মোট ৭ জন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করেন। এদের মধ্যে রবজেল হোসেনের অবস্হা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় আজ সকাল ৭ টায় তার মৃত্যু হয়। এদিকে রবজেল হোসেনের নিহত হওয়ার ঘটনায় এলাকায় থমথমে অবস্হা বিরাজ করছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।