হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন ।।ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। রবিবার (৩ সেপ্টেম্বর ) রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু থানার এস আই লিয়াকত ও এএসআই জসিম উদ্দিন চাঁদপুর ইউনিয়নের বেরবিন্নী বাজারের পাশে কালুল বাড়ি সামনে থেকে মোটরসাইকেল গতিরোধ করে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ। আটককৃতরা হলেন মোঃ আসাদুজ্জামান (তমাস) (২৪) পিতা মোঃ নজরুল ইসলামে এবং সাব্বির হোসেন (১৯) পিতাঃ ইনদাদুল জোয়ার্দার, উভয়ই শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু`জনের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে তাদের। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।