প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৫, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৩, ১:৪৪ পূর্বাহ্ণ
হরিণাকুণ্ডুর জোড়াপুকুরিয়া মান্দারতলা গ্রামে শান্তি ফিরিয়ে আনতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাব্বুল হুসাইন।।হরিণাকুণ্ডুর জোড়াপুকুরিয়া মান্দারতলা গ্রামে শান্তি ফিরিয়ে আনতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভাধীন জোড়াপুকুরিয়া মান্দাতলা গ্রামে আইনশৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে হরিণাকুণ্ডু থানার আয়োজনে জোড়াপুকুরিয়া-মান্দারতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসাইন,বিশেষ অতিথি বক্তব্যদেন পৌরসভার মো: মেয়র ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও উপজেলা আ'লীগের নেতা সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক কামাল হোসেন,বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি খায়রুল ইসলাম,দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ। সভায় বক্তাগণ দুই গ্রামের বিবাদমান মানুষদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা থেকে বিরত থাকতে আহব্বান জানান। থানা পুলিশ সুত্রে জানা গেছে,বেশ কিছুদিন পূর্ব থেকে ঐ দুই গ্রামের দুই দলের মানুষের মধ্য প্রায়ই ছোট-খাটো বিষয় নিয়ে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দুই দলের মানুষের জান ও মালের ক্ষতিসাধন হয়। ঐ গ্রামদুটির মানুষে মাঝে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের এই প্রায়স।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.