(ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু’র জোড়াদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে দীর্ঘ সময় ধরে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আলহাজ্ব কাজি জমির উদ্দীনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৮২ ঝিনাইদহ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় জাতীয় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি মোঃ রওশন আলী, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,এক নং ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার,দুই নং জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষকগন শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমপি তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন,মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ,তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার ও শিক্ষকের কাছ থেকে।তোমরা একটি কথা মনে রাখবা সফলতা কিন্তু তোমার কাছে এসে ধরা দিবেনা। সফলতা তোমাদের কে খুজেঁ বেড় করতে হবে।তোমাদের কে পরিশ্রম করতে হবে,নিয়মিত স্কুলে আসতে হবে। অভিভাবকদের উদ্দেশ্য তিনি আরও বলেন,আপনার সন্তান যেন মানুষের মত মানুষ হয়,সু-শিক্ষায় শিক্ষিত সেই দিকে খেয়াল রাখতে হবে।