হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন ঝিনাইদহের হরিণাকুন্ডুর উপজেলার জোড়াদাহ কালীতলা বাজারে মনোয়ার হোসেনের হোমিও ঔষুধের দোকানে বৈধ কাগজপত্র না থাকায় তালাবদ্ধ করে দিয়েছে প্রশাসন। আজ শুক্রবার (১০ মার্চ) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহা মোবাইল কোর্ট পরিচালনা করে এই নির্দেশ প্রদান করেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়,মনোয়ার হোমিও ব্যবসার আড়ালে কিছু অবৈধ ঔষুধ রেখে দীর্ঘদিন এই ব্যবসায় পরিচালনা করে আসছে।
উল্লেখ যে,গত কয়েকদিন আগে উপজেলার এক সাংবাদিক এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে তা নিয়ে ওই সাংবাদিক ব্যপক সমালোচনার মধ্যে পড়ে এবং বিষয়টি সাধারণ মানুষসহ প্রশাসনের নজরে যায়। অবশেষে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট পরিচালনা করে এই অবৈধ ব্যবসায়ে তথ্য মেলে এবং বৈধ রেজিস্ট্রেশন ও মালের কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে দোকানটিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানিয়েছন প্রশাসন। বৈধ কাগজ না দেখাতে পারলে স্থায়ী সীল গলা এবং জরিমানাও করা হতে পারে বলে জানা গেছে।এবিষয়ে মনোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।